প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৪:০১ পি.এম
কুলাউড়ায় যৌতুক ও দেনমোহরের বিরুদ্ধে মানববন্ধন
মাহদী হাসান (মৌলভীবাজার)
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সেচ্ছাসেবী ও সচেতন নাগরিক যুব সমাজের উদ্যোগে যৌতুক ও অতিরিক্ত দেনমোহরের বিরুদ্ধে ২২ জুলাই, শনিবার দুপুর ১২ টায় কুলাউড়া পৌরসভার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমদ এর সভাপতিত্বে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, ও নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, কুলাউড়া উপজেলার সাহিত্য অঙ্গের পরিচিত মুখ, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক শামসুদ্দিন বাবু, বি কে এস ব্লাড ডোনেট সোসাইটি, প্রতিষ্ঠাতা, আফজাল হোসেন শাহ, নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন সভাপতি কে এম মইনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন মানবিক রক্ত ব্যাংক সিলেটের সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম আলী। রক্তদান ও মানবকল্যান ফাউন্ডেশন মৌলভীবাজার সহ সভাপতি আল নাহিয়ান চৌধুরী সিয়াম। আল হেলাল হেল্প এসোসিয়েশন, সাংগঠনিক সম্পাদক, আবু নছর খালেদ। রক্তদান সংগঠন ভুকশিমইল ইউনিয়ন সভাপতি জাকারিয়া আলম মিতুল।বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির জেলা সদস্য মতিউর রহমান।হযরত আবু বক্কর (রাঃ) সমাজ কল্যাণ পরিষদ, সভাপতি আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ। রক্তদান ও সামাজিক সংগঠন শ্রীপুরের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম। ইসলামি যুব কল্যাণ পরিষদ গনিপুরের কোষাধ্যক্ষ আবির হোসাইন রুমেল।
সপ্নের ডেউ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, সাঈদ আহমেদ। ব্লাড ফাউন্ডেশন কে এম এস সদস্য অজুফা জান্নাত চাঁদনি। বি ডি পেক্স ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা মনি বেগম। যুব কল্যাণ সংস্থা কর্মধা সেলিম আহমদ। স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল হক রাজু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, রক্তদান সংগঠন এর ভুকশিমইল ইউনিয়নের, সাধারণ সম্পাদক, জুবায়ের আহমেদ তালুকদার। উৎসর্গ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলার সহ সভাপতি, কায়কোবাদ কাউছার তারেক। রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন এর সহ সভাপতি জাবেদ হোসাইন। মানবিক রক্ত ব্যাংক সিলেট এর সাধারণ সম্পাদক, এম আই সাব্বির। রক্তদান ও মানবকল্যান ফাউন্ডেশন মৌলভীবাজারের সাধারণ সম্পাদকহাবিবুর রহমান রাহেল, বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়ক, তকি তাজুয়ার মনন।ব্লাড ফাউন্ডেশন কে এম এস এর মৌলভীবাজার জেলা সভাপতি হাছন আহমেদ।
মানববন্ধনে বক্তরা বলেন যৌতুক বাল্যবিবাহ এবং অতিরিক্ত দেনমহর প্রতিরোধে আজকে যে সমস্ত যুব সমাজ এখানে উপস্থিত হয়েছে সকলে মিলে যদি আমরা শপথ নিতে পারি আমরা নিজেরা যৌতুক ও অতিরিক্ত দেনমোহর নিব না বাল্য বিবাহ করব না, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন সহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করব। তাহা হলে আজকের মানববন্ধন আয়োজন করা সফল হবে। সচেতনতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে সমাজের প্রতি আমরা একটি বার্তা দেওয়ার চেষ্ট করি যৌতুকের নামে অতিরিক্ত দেনমহরের নামে যে জুলুম চলছে তাহা বন্ধ করার আহবান জানান এবং আমরা আশাকরি আমাদের সচেতনতা ছড়িয়ে পরবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের এই আয়োজন থেকে যদি একটি পরিবারও সচেতন হয় তাহলেই স্বার্থক হবে আমাদের এই আয়োজন ।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.