কুলাউড়া কমলগঞ্জের লাউয়াছড়ার মহাবিপন্ন
বনরুই উদ্ধার করেছে বনবিভাগ।
সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে একটি বনরুই উদ্ধার করেছে বনবিভাগ। বিশ্বব্যাপী বিপন্ন এবং বাংলাদেশে মহাবিপন্ন অবস্থায় থাকা বনরুইটি বর্তমানে কমলগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে আছে। তবে এই বনরুইটি উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন স্বেচ্ছাসেবী সংগঠন Stand For Our Endangered Wildlife (S E W)।
বনবিভাগ ও SEW সূত্রে জানা যায়, মঙ্গলবার(১১ মে) রাতে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা খাসিয়াপুঞ্জি এলাকা থেকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবের সাথে মেঘা নামের এক ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করে জানান তার কাছে একটি বনরুই রয়েছে তিনি তাদের চিড়িয়াখানায় এটি বিক্রি করতে চান। তার কিছুক্ষণ পরেই সেই মুঠোফোন বন্ধ হয়ে যায়। কোনভাবেই আর তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না।
পরে সজল দেব আইন প্রয়োগকারী সংস্থা এবং বন বিভাগের সাথে যোগাযোগ করেন। পরে অবস্থান মোবাইল ফোনসহ নানা ভাবে বুঝতে পারেন তিনি কুলাউড়া উপজেলার কর্মধার জাপান গারো পুঞ্জির বাসিন্দা এবং তাঁর নাম জুয়েল।
এর পর শত চেষ্টা করে ওই পুঞ্জিতে উপস্থিত হয়ে বনরুইটি উদ্ধার করা হয়।বনরুইটি উদ্ধার শেষে বনবিভাগের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা জৈববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখার এবং যেকোনো বন্যপ্রাণী শিকার করা বা ধরা থেকে বিরত থাকার অঙ্গীকার করানো হয়। এসময় হেডম্যান শেখর চিরান এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
উদ্ধার হওয়া বনরুইটি বর্তমানে লাউয়াছড়ার জানকিছড়ায় বনবিভাগের রেস্কিউ সেন্টারে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
জুয়েল দফো জানান, তাদের পুঞ্জির একজন এটি ধরে তার কাছে দিয়েছিল এবং তাকে জানান এটি বিক্রি করলে প্রচুর টাকা পাবেন তাই তিনি টাকার লোভে বিক্রি করার জন্য সজল দেবকে কল দেন।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বনরুইটি আমরা উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখেছি। ২/৩ দিন সেবা করে একটু সুস্থ করে লাউয়াছড়ায় অবমুক্ত করব।
তিনি আরও জানান, এই বনরুইটি উদ্ধার করতে স্বেচ্ছাসেবী সংগঠন SEW গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।