মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। এবার শেষ হচ্ছে এসব জল্পনা-কল্পনা, ভোটগণনা শেষ।
কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন-
১ নং বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খুরশেদ আহমেদ খাঁন সুইট২ নং ভূকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান মনির,৩ নং ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একেএম নজরুল,৪ নং জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রব মাহাবুব,৫ নং ব্রাক্ষণবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. মমদুদ হোসেন,৬ নং কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জাফর আহমেদ গিলমান,৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোছাদ্দিক আহমেদ নোমান,৮ নং রাউৎগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আকবর আলী সোহাগ,৯ নং টিলাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালিক,১০ নং হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ বক্স,১১ নং শরীফপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান খলিল,১২ নং পৃথিমপাশা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল,১৩ নং কর্মধা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ।