সেলিম আহমেদ
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী এক অভিযানে নানু মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নানু দক্ষিণ রাউৎগাঁওয়ের মৃত মছদ্দর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই তপন দেবসহ সঙ্গীয় ফোর্স ব্রাহ্মণবাজারের মনোহরপুর সাকিনের ভাই ভাই অটো রাইস মিলের সম্মুখে এক অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নানুকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় সময় কুলাউড়াকে জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, কুলাউড়ায় মাদক নির্মূলে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply