আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
সারাদেশের ন্যায় কুলাউড়া উপজেলায় লকডাউনের ৪র্থ দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৬টি মামলা করে ১৭০০ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার (২৬জুলাই) বিকাল কুলাউড়া চৌমহনী , এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা ম্যাজিস্ট্রেট (ভুমি) নাসরিন নাহার । অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তারা
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু অনেকেই সেটি মানছেন না।
লকডাউনের ৪র্থ তম দিন সোমবার বিকাল থেকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১৭০০ টাকা জরিমানা করা হয় এবং ৬টি মামলা দেয়া হয়েছে ।
তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা ম্যাজিস্ট্রেট( ভুমি) নাসরিন নাহার।