সেলিম আহমেদ, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
সিলেট থেকে চুরি করা মোটরসাইকেল ৮ মাস পর কুলাউড়ায় বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক। আটককৃত দুই যুবক জেলার জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র কামরুল ইসলাম (২০) ও বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামের মাতাবুর রহমানের পুত্র মামুনুর রশীদ (২৭)।
কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান প্রথমে মোটরসাইকেল চোর কামরুলকে পৌর শহরের উছলাপাড়া থেকে বাজাজ পালসারসহ আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে অন্য সহযোগী মামুনুরকে বড়লেখার রতুলী বাজার থেকে বাজাজ ডিসকভারসহ আটক করেন। ডিসকভার সাইকেলটিও চুরির বলে স্বীকার করেন আটক দুই যুবক। পালসারের মালিক পাওয়া গেলেও ডিসকভারের মালিককে পাওয়া যায়নি। ডিসকভারের মালিক সঠিক প্রমাণ ও বৈধ কাগজ নিয়ে থানায় যোগাযোগ করতে জানান এসআই হাবিবুর রহমান।
Leave a Reply