আসিফ জাহান বিশেষ প্রতিনিধি কুলাউড়া
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের জন্য এখন ভালোবাসার আরেক নাম "উন্দাল"। গত বছরের ৮ জুলাই শুক্রবার থেকে যাত্রা শুরু হওয়া কুলাউড়ার 'উন্দাল' প্রায় ৭ মাসের অধিক সময় ধরে চলছে। অমর্ত্য ফাউন্ডেশন এর কুলাউড়ার উন্দাল চলছে একদল স্বেচ্ছাসেবকদের শ্রমে।
" উন্দালে"র প্রতিষ্ঠাতা দৈনিক জনকণ্ঠ পত্রিকার—এর সাবেক বার্তা সম্পাদক ফজলুল বারি (বর্তমানে প্রবাসী)। উনার অনুপস্থিতিতে " উন্দাল"-এর দেখাশোনা করেন "নিরাপদ স্বাস্হ্য রক্ষায় সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক রেজাউল আম্বিয়া রাজু এবং অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
নিরাপদ স্বাস্হ্য রক্ষায় সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক রেজাউল আম্বিয়া রাজু দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিবদক-কে বলেন, প্রতিদিন এখানে প্রায় ১২০ জনের বেশি অতিথিরা এসে দুপুরে একবেলা খেয়ে যান।এছাড়াও কারো বিবাহবার্ষিকী,জন্মদিন,
মৃত্যুবার্ষিকী কিংবা অন্য যে কোনো বিশেষ দিনে লোকেরা এই "উন্দাল"-এ এই অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে দিনগুলো উদযাপন করে তাঁদের আনন্দ এবং বিষাদ ভাগাভাগি করেন।" রেজাউল আম্বিয়া রাজুর বাড়িতে দফায় দফায় অতিথিদের খাওয়ানো হয়। আর এই ধারাবাহিক খাবারের কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে দেশ-বিদেশের সুহৃদস্বজন আন্তরিক মানুষদের সহযোগিতায়।এছাড়াও সেখানকার কিছু হতদরিদ্র মানুষদের জিজ্ঞেস করা হলে তাঁরা।দৈনিক আমাদেরর মাতৃভূমি পত্রিকার প্রতিবেদক কে বলেন,
"আমরা খেটে খাওয়া মানুষ,ঠিকমতো দুবেলা খাবারই যোগাড় করতে পারিনা।কিন্তু,উনারা আমাদের প্রতিদিন একবেলা তৃপ্তিভরে খাবার খাওয়ান।এতে করে আমাদের কষ্টটাকেও সুখ মনে হয়।" সত্যি কুলাউড়ার এই "উন্দাল" অসহায় মানুষদের মনে এমন জায়গা করে নিয়েছে যে,তাঁদের কাছে ভালোবাসার আরেক নাম এখন "উন্দাল"।