আসিফ জাহান বিশেষ প্রতিনিধি কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ আইনলঙ্ঘন করে টিলা কাটায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বরমচালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা দৈনিক বিজয়ের বানী পত্রিকার প্রতিবেদকে বলেন, বরমচালের পশ্চিম সিঙ্গুর এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে মাটি বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ লাকি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে আব্দুল লতিফ লাকিকে অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করে টিলা যাতে না কাটেন এ জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।