আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে (২০ অক্টোবর) বুধবার কুলাউড়া শহরে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’।
প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করেন।
উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
উক্ত র্যালি পূর্বক আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র প্রচার সম্পাদক, কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমেদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, পৌর আল ইসলাহ'র সভাপতি কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদ বখস্ টিপু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ- প্রচার সম্পাদক এম আফজাল হোসেন সাজু, উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, আলহাজ্ব আবুল কালাম, মাওলানা মখলিছুর রহমান, পৌর শাখার সহ- সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা আল ইসলাহ'র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, ভূকশিমইল আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাবিবুর রহমান হাসানী, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বদরুল ইসলাম, এবাদুর রহমান, কাওছার আহমদ, শাহজাহান আলম, আশরাফুল ইসলাম আবুল, সৈয়দ হাবিবুন নূর।
মুবারক র্যালিতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা সদস্য মিফতাহ উদ্দিন নোমান, মোঃ আল আমিন, সাব্বির হোসাইন, আব্দুল মোবিন, পৌর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন - উপজেলা তালামীযের সহ-সভাপতি জিয়াউর রহমান খান মিতুল, রেদ্বওয়ান বখস রাহাদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুছ ছবুর, জাহিদুল ইসলাম খান রনি সহ-উপজেলা ও ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।