আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি
অদ্য ২৯/০৭/২০২১ খ্রিঃ রাত ০২:৫৫ ঘটিকার সময় এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও এএসআই/মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন জয়পাশা সাকিনস্থ মালিক মিয়ার ভাড়াটিয়া কলোনীতে অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার আসর হইতে জুয়াড়ি ১। ছয়ফুল মিয়া (৪৫), পিতা-মৃত আকিল মিয়া, সাং-জয়পাশা, ০৬নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, ২। মোঃ রাশেদ মিয়া (২৬), পিতা-ছানু মেম্বার, ৩। মোঃ শিশু মিয়া (৩০), পিতা-মৃত এলাই মিয়া, ৪। মোঃ আলী হোসেন (৩৫), পিতা-মৃত নজর আলী, ৫। শওকত মিয়া (৩৭), পিতা-মৃত পাইক্কা মিয়া, ৬। দেলোয়ার হোসেন (২৫), পিতা-মালিক মিয়া, ৭। মোঃ শিপু মিয়া (২৫), পিতা-মোঃ চুনু মিয়া, সর্ব সাং-মাসকান্দি, ৮। সুফি মিয়া (৪০), পিতা-মৃত এনাম উদ্দিন, সাং-ছনকাপন, সর্ব ০৯নং আমতৈল ইউপি, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারদের আটক করেন এবং জুয়া খেলার আসর হইতে ১৫৬ টি তাস ও নগদ ৬,৯৫০/-টাকা উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply