আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, অাহত দুই
অাটক দুই, বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি ব্যবসায়ী সমিতির।
গতকাল রাত কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকার চা প পান দোকানদার জুনেদ ও জুবেদ স্কুল চৌমুহনীস্থ গরু বাজারে একটি গরু বিক।বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।
এসময় গুরুতর অাহত জুনেদ ও জুবেদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে এবং দু’জনকে অাটক করে ব্যবসায়ী সমিতির সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সংবাদ পেয়ে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম অাতিকুর রহমান অাখই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে দেখা করে বাকি ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবী জানান।
এছাড়া ব্যবসসায়ী নেতৃবৃন্দ অাহত ব্যবসায়ীদের পরিবারের সাথে কথা বলে তাদের চিকিৎসার খবর নেন।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক অাব্দুল্লাহ অাল মনি, ওয়ার্ড সদস্য সোনা মিয়া ও ইকবাল অাহমদ দিপু।
Leave a Reply