সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
কুলাউড়ায় করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি আইন লঙ্ঘন করায় ৮ জনকে গ্রেপ্তার ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) দুপুরে কুলাউড়া শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার ও জরিমানা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
তিনি বলেন, লকডাউন বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করা, ঘুরাঘুরি করাসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে সাময়িক গ্রেপ্তার করা হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা ও হোটেলের ভিতরে লোক-সমাগম করে কার্যক্রম চালানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।
গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর ৮ জনের মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে কুলাউড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহায়তা করেন।