1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কুলাউড়ায় শতাধিক অরক্ষিত রেলক্রসিং বাড়ছে দুর্ঘটনা - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
ad

কুলাউড়ায় শতাধিক অরক্ষিত রেলক্রসিং বাড়ছে দুর্ঘটনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯ Time View

আসিফ জাহান

বিশেষ প্রতিনিধি কুলাউড়া

কুলাউড়া থেকে সিলেট রেলপথে অনেক গ্রামীণ রাস্তা রেল লাইনের উপর দিয়ে গেছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন চলছে যানবাহন ও মানুষ।রেলক্রসিং গুলো অনুমোদিত না হওয়ায় সেখানে কোনো গেটম্যান নেই।
অনুমোদনবিহীন এসব রেলক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন। ফলে বাড়ছে রেল দুর্ঘটনার ঝুঁকি।

গত রোববার দুপুরে কুলাউড়ার ভাটেরা এলাকার হোসেনপুরে রেলক্রসিং পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়।এ দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত ও একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।

রেলের নিয়ম অনুসারে কোন সংস্থা রেল লাইনের উপর দিয়ে রাস্তা তৈরি করতে হলে রেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।রেল কর্তৃপক্ষ অনুমতি দিলে রেল ক্রসিংয়ের উভয় পাশে গেট নির্মাণসহ রেল কর্তৃপক্ষের কাছে ১০ বছরের জন্য কম পক্ষে তিনজন গেটরক্ষীর বেতন জমা রাখতে হয়।কিন্তু সিলেট বিভাগে এসব রাস্তা তৈরিতে মানা হচ্ছে না এ নিয়ম।রেলওয়ে কর্তৃপক্ষ এসব রাস্তাকে অবৈধ বললেও বন্ধ করতে কোন উদ্যোগ নিচ্ছেন না।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে অনুমোদনবিহীন এসব রাস্তা বন্ধ করে দিলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে স্থানীয় লোকজন পুনরায় রাস্তা তৈরি করে। তাই চেষ্টা করেও এসব রাস্তা স্থায়ী ভাবে বন্ধ করা যায় না।

সিলেটের রেলপথ প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায় সিলেট বিভাগে মোট রেলক্রসিং ২৩৯টির মধ্যে মাত্র ৭২টি রেল ক্রসিং বৈধ। বাকি ১৬৭টি রেলক্রসিংই হচ্ছে অবৈধ। অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্নভাবে গড়ে উঠেছে এসব রেলক্রসিং।

রেলওয়ের প্রকৌশল(পথ)বিভাগের সূত্রে জানা গেছে সিলেট রেলস্টেশন এলাকার দক্ষিণ সুরমার শিববাড়ি ও মোমিনখলা এলাকায় দুটো রেলক্রসিং রয়েছে। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনের অধীন ছয়টির মধ্যে দুটো অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।কুলাউড়ার ভাটেরা পর্যন্ত সিলেট জেলার অংশের রেলপথে অন্তত শতাধিক রেলক্রসিং রয়েছে যার কোনো অনুমোদন নেই।

কুলাউড়ার ভাটেরা এলাকার হোসেনপুর পর্যন্ত অনুমোদনহীন ক্রসিং বেশি বলে জানিয়ে মাইজগাঁও স্টেশনমাস্টার মনির হোসেন বলেন ফেঞ্চুগঞ্জ ও মাইজগাঁওয়ে ছয়টি ক্রসিং রয়েছে।এর মধ্যে দুটো অনুমোদিত।বাকি চারটির কোনো অনুমোদন নেই।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন রেলপথের পাশে রাস্তা হওয়ায় যত্রতত্রভাবে রেলক্রসিং হচ্ছে। এভাবে রেলক্রসিং করা অবৈধ।যা রেলওয়ে আইন অনুযায়ী বেআইনি এবং শাস্তিযোগ্য।

এ ব্যাপারে রেলওয়ের প্রকৌশল (পথ) বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি