আসিফ জাহান
কুলাউড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত “পপুলার ফার্মেসী” এখন থেকে ২৪ ঘন্টা খোলা থাকবে। কুলাউড়াবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে দিবারাত্রি ২৪ ঘন্টা খোলার এমন সিদ্ধান্ত নেন ফার্মেসীর সত্বাধিকারী। যার ফলে মধ্যরাতে হাসপাতালে আসা রোগী বা তাঁর স্বজনরা ঔষধের বিড়ম্বনা থেকে অনেকটা রেহাই পাবেন বলে আশা করছেন অনেকেই।
এ উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) রাতে ফার্মেসীর দিবারাত্রি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, ওসি তদন্ত আমিনুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কাউন্সিলর সাইফুর রশিদ সুমন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, দপ্তর সম্পাদক ডাঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন ও ফার্মেসীর সত্বাধিকারী মোঃ কামরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।