সেলিম আহমেদ,
কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কুলাউড়ায় ৪ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের বিজয় মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, যুক্তরাষ্ট্রের শিকাগো’র অনারারি কন্সুলার মনির চৌধুরী, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মবশ্বীর আলী,কাউন্সিলর হারুনর রশীদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লাসহ পৌর কাউন্সিলর তানভির আহমদ শাওন, লুকমান হোসেন, সাঈফুর রশীদ সুমন, তাসলিমা সুলতানা মনি, লাইলি বেগম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চারদিনব্যাপী মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য পরিবেশন করা হবে। মেলায় ৪০ টি স্টল বরাদ্দ করা হয়েছে।
Leave a Reply