আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সরকারি পাকা রাস্তা হইতে ওয়াব উল্লার বাড়ির সামনা পর্যন্ত রাস্তা ইট সলিং কাজ সম্পন্ন হয়েছে। এলাকা বাসী বলেন এই রাস্তায় আগে চলাচলের সময় কাদা থাকতো চলাচলের অসুবিধা হতো কিন্তু এখন এই রাস্তা পেয়ে আমরা এলাকা বাসী খুশি।এলাকা বাসীর দাবী এই রাস্তার কিছু কাজ রয়েছে যাতে আগামীতে এই কাজ সম্পন্ন হলে তাদের আরো ভালো হবে।
ওয়ার্ডের মেম্বার জনাব ফজল আহমেদ জানান। সরকার এর বরাদ্দ থেকে উনি ২২১ফুট পেয়েছেন এবং তিনি নিজে আরো ২১ফুট ও এলাকা বাসী মিলে ৮৫ ফুট যেখানে মোট ৩২৭ফুট কাজ করতে পেরেছি।তিনি আরো বলেন আগামী তে বাকী অসম্পূর্ণ কাজ সম্পুন্ন করে দেবেন।