আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস,কোভিট -১৯ প্রতিরোধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নির্দেশক্রমে প্রতি ইউনিয়ন পরিষদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া উদ্যােগে নেন বাংলাদেশ সরকার। তার ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা ১২নং পৃথিমপাশা ইউনিয়নে ১,২,৩নং ওর্য়াড়ে দুইশত করে ছয়শত মানুষের মাঝে ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এই কার্যক্রম পরিদর্শন করেন ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ইউনিয়ন পরিষদে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন
আনা হয়।
১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) সরকার এর সার্বিক তত্ত্বাবধানে ও নিজে এই কাজের শুভ উদ্বোধন করেন।
চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সহ প্রত্যেক ইউনিয়নে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ দেন এরই ধারাবাহিকতায় আজ আমাদের ইউনিয়নে প্রথম ধাপে ছয়শত সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হয়।
পরবর্তীতে প্রত্যেকটি ওয়ার্ড ধাপে ধাপে দেওয়া হবে ইনশাল্লাহ।এই কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আল্লাহ তার নেক হায়াত দান করুন।
তিনি আরো বলেন
ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের কে নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে এ কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমাদের সকল কার্যক্রম উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী এর নির্দেশ ও কথামতো কার্যক্রম পরিচালনা করছি।
ইউনিয়নবাসীর খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে জীবনবাঁজি রেখে কাজ করে যাচ্ছি। আগামীদিনে ১২নং পৃথিমপাশা ইউনিয়নকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে শেষবিন্দু দিয়ে হলেও কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবী দল (টিম২৪) ইউপি সদস্যবৃন্দ ও আনসার ভিডিপি ও পুলিশ কর্মকতারা।