কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড।
সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে শনিবার (২৬ জুন) রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সাথে সাথে কুলাউড়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলা পরিষদ ভবনের নিচতলায় সিঁড়ির নিচে বৈদ্যুতিক মিটার বক্সে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ায় আগুনের কবল থেকে উপজেলা পরিষদ ভবনসহ মূল্যবান নথিপত্র রক্ষা পায়।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক মিটার বক্স, বিভিন্ন অফিসের বৈদ্যুতিক ফ্যান ও বাল্বের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।