বিশেষ প্রতিনিধি কুলাউড়াঃ
কুলাউড়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিকেলে কাউন্সিল অধিবেশনে আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুুল কাদির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের ১ম অধিবেশনে সংগঠনের সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমেদ সলমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক সমাজই শিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।
এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করছেন। এরপরও শিক্ষকদের নানা দাবি-দাওয়া রয়েছে। তাদের নায্য দাবির সাথে তিনি একাত্মতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে সুযোগ হলে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবো।
সংগঠনের সাধারন সম্পাদক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটেরা কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমেদ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান। নয়া বাজার কে সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
পরে প্রত্যক্ষ ভোটে কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি পদে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে সাবজেক্ট কমিটির মতামতের ভিত্তিতে এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।