আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়া উপজেলার অন্তর্গত কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামের ঐতিহ্যবাহী ক্লাব, “তরুণ সমাজ ক্লাব” এর প্রথম ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে গত ০৩ সেপ্টেম্বর শুক্রবার। নির্বাচন পরিচালনা (আহব্বয়ক)কমিটির মাধ্যমে, প্রথমে সংগঠনের সদস্য নবায়ন, মনোনয়ন বিক্রি, যাচাই-বাছাইয়ের পর ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে ০৯ টি পদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সিনিয়র সদস্য শ্রী খোকন দেব নাথ, সাধারণ সম্পাদক পদে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে ক্লাবের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ।
এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে সহ-সভাপতি জামিল আহমদ, প্রচার সম্পাদক তানভীর আলম সানী, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ, সমাজকল্যান সম্পাদক মোসাদ্দেক আহমদ, কার্যকারী সদস্য, শ্রী প্রদীপ বিশ্বাস ও শ্রী নিপুল বিশ্বাস।
উল্লেখ্য ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারী গ্রামের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতিকে তরান্বিত করার লক্ষ্যে এবং যুব সমাজকে নেশা এবং মাদকের হাত থেকে রক্ষা করার জন্য ক্লাব টি প্রতিষ্ঠিত হয়।
এছাড়াও প্রতি বছর ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবের পক্ষ থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
Leave a Reply