মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আজ ১৬/০৭/২০২১ইং রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়ায় কোভিড ১৯ লাশ দাফন টিমের ২৪ ও ২৫ তম দাফন সম্পর্ন্ন।
একটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ভোজবল গ্রামের খন্দকার নেজাবত আলীর স্ত্রী মোছাঃ সায়রা বেগম (৬০)
কোভিড ১৯
(করোনা ভাইরাসে)আক্রান্ত হয়ে আজ সকাল ৬-৩০মিঃ সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। উনার মৃত্যুর খবর পেয়ে উনার আত্মিয় কোভিড ১৯ লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা মহিলা সদস্য সহ উনার বাড়িতে উপস্থিত হয়ে বেলা ১২-৩০মিনিটের সময় জ্বানাযা শেষে দাফন সম্পর্ন্ন করেন।
অন্যটি কুলাউড়া উপজেলার ব্রাক্ষ্মণ বাজার ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মনহর পুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে মোঃআরিফুল ইসলাম রিয়াদ (৩৯)কোভিড ১৯
(করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে আজ সকাল ৯ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। উনার মৃত্যুর খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহি অফিসার
এটি এম ফরহাদ চৌধুরির নির্দেশে মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে দাফনের প্রাথমিক কার্যক্রম শেষ করে দুপুর ২-৩০মিনিটের সময় জ্বানাযা শেষে দাফন সম্পর্ন্ন করে কুলাউড়া কোভিড ১৯- লাশ দাফন টিম।
কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিমের এ নিয়ে ২৪-২৫তম দাফন সম্পর্ন্ন।
এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।
বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়।
প্রয়োজনে যোগাযোগঃ
০১৭১১-৩৬৬১৩৩
০১৭৮২-১৫২৪৭০