আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
গত ০১/১২/২০২১ তারিখ রাত অনুমান ১২.০০ ঘটিকা হইতে ভোর ০৫.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা জনৈক আব্দুস সালাম, পিতা-মৃত হাজী ময়না মিয়া, সাং-কাদিপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার এর গোয়াল ঘর হইতে ০৩টি গরু চুরি করিয়া নিয়া যায়।
উক্ত ঘটনার বিষয়ে গরুর মালিক আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানা পুলিশ চোরাই যাওয়া গরু উদ্ধারের জন্য বিশেষ টিম তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অজ্ঞাতনামা চোরদের সনাক্ত পূর্বক অবস্থান নির্ণয় করে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়। অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গত ০৪-১২-২০২১ খ্রিস্টাব্দ তারিখ মামলা তদন্তকারী অফিসার এসআই/মোঃ নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোগলাবাজার থানাধীন ৭নং জালালপুর ইউনিয়ন পরিষদের সামনে হইতে আসামী সাদির মিয়া, পিতা-মৃত ওয়ারিছ আলী কটাই মিয়া, সাং-খিলপাড়া, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট‘কে গ্রেফতার করিয়া তাহার হেফাজত হইতে বাদীর চোরাই যাওয়া একটি লাল রংয়ের ষাড়(ডেকা) বাছুর উদ্ধার করেন।
থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।