জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আকষ্মিক ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর, সুবর্ণাবাদ, নুনেখোলা সহ কয়েকটি এলাকার বসত বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৫জুলাই) বিকাল ৫টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়ে চোখের পলকে বসত বাড়ি, গোয়াল ঘর রান্নাঘর, মুরগির খামারের ছাউনি উড়ে গেছে। মাটির কাচা ঘর, গোয়াল ঘর, পোল্টির খামার সম্পূর্নভাবে ভেঙে পড়েছে। এ ঘটনা শুনে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের দিক নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে ছুটে যান এবং তাদের খোজ খবর নেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলার সর্বোচ্চ করদাতা আশিকুর রহমান, ইউপি সদস্যা শ্যামলী রানী প্রমুখ। রঘুনাথপুরের ক্ষতিগ্রস্থদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হন দুলাল চন্দ্র। তাকে আলফার নিজস্ব তহবিল থেকে কিছু অর্থ প্রদান করেন। জেলা পরিষদ থেকে ও আলফার নিজস্ব তহবিল থেকে সকল ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply