কুষ্টিয়ায় ইচ্ছে নদী ফাউন্ডেশনের আত্মকর্মসংস্থান কর্মসূচি
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার পশ্চিম মজমপুর এলাকার সোমা খাতুন, আর্থিক সংকটের কারণে কোন রকম টেনেটুনে সংসার চালিয়ে আসছিলো, এক কথায় নুন আনতে পান্তা ফুরায়। এমতাবস্থায় দুস্ত সোমা খাতুনের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ইচ্ছে নদী ফাউন্ডেশন। আজ ইচ্ছে নদী ফাউন্ডেশন নেতাকর্মীরা সোমা খাতুনের হাতে একটা সেলাই মেশিন তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়ে দেন। সোমা খাতুন জানান আমার আর্থিক সঙ্কটের মধ্যে এই সেলাই মেশিনটি আমার অনেক কাজে দেবে। আমি ইচ্ছে নদী ফাউন্ডেশনের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
ইচ্ছে নদী ফাউন্ডেশনের নেতাকর্মীরা জানান আমরা সবসময়ই চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। আজকে আমরা একজন বোনের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে
উল্লেখ্য এর আগে ইচ্ছে নদী ফাউন্ডেশন দুই শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।