কুষ্টিয়ায় ইচ্ছে নদী ফাউন্ডেশনের ইফতার বিতরণ
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য মানব কল্যাণে এই স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় ইচ্ছে নদী ফাউন্ডেশন দুস্ত, অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন।
আজ শুক্রবার ৩০ এপ্রিল বিকেলে শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করে সংগঠনটি। একদিনে করোনার মহামারির জন্য চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মাহে রমজান মাসে সংগঠনটি রোজাদারদের মাঝে এ ইফতারি খাবার বিতরণ করেন।
এ বিষয়ে সংগঠনের নেতাকর্মীরা জানান আজকে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অসহায় দুস্ত ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে নিজেদের কাছে অনেক ভালো লাগছে এসময় তারা সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেন এই করোনা মহামারির সময়ে অসহায় দুস্তদের পাশে দাড়াতে।