আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার গ্রাম গঞ্জে অধিকাংশ চা এর দোকানের আড়ালে চলে রমরমা জুয়ার আসর। প্রশাসন ও সচেতন মহলের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন রাতভর এই চা' এর দোকানে চলে জুয়া খেলা। অনেকেই দিন মজুরি করে যে টাকাটা পাই রাতে সেই টাকাটা জুয়ার আসরে বসে খুইয়ে দেয়। আর এই জুয়ার কারণে যেমন একদিকে নিঃস্ব হচ্ছে অনেকেই অপরদিকে সামাজিক অবক্ষয় ঘটছে প্রতিনিয়ত। গতকাল সরেজমিনে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড এর লাহিনি ক্যানাল পাড়ার ব্রিজ ও রেগুলাটের মধ্যবর্তী স্থানে সুজনে চা এর দোকানে গেলে দোকানে ক্রেতা না থাকলেও দোকানের পিছনে দুটি বোর্ড বসিয়ে প্রায় ১৫ জন কে জুয়া খেলতে দেখা যায়, তবে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ জুয়ারি পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় নাম না প্রকাশে একজন জানান এই চা এর দোকানে প্রতিদিনই জুয়ার আসর বসে এছাড়া এখানে নাকি অনেকে নেশাও করে, বিষয়টি অনেক সময় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি
এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ইসলাম শেখ বলেন জুয়ার বিষয়ে আমার তেমন জানা নেই তবে যদি কেও এ বিষয়ে আমাকে অবহিত করে তাহলে জনপ্রতিনিধি হিসেবে যা ব্যবস্থা গ্রহণ করার করবো
কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজুর রহমান জানান মাঝে মাঝে আমরা জুয়ারিদের ধরতে অভিযান চালাই এবং আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি, এছাড়া জনস্বার্থে জুয়া খেলার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।