কুষ্টিয়ায় লক ডাউনে দোকান খোলা রাখার দাবি মালিকদের
তারিকুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলা:
কুষ্টিয়ায় লক ডাউনে দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন মালিক ও কর্মচারিরা। আজ দুপুর ১২.৩০ মিনিটে কুষ্টিয়ার এন এস রোডে দোকান খোলা রাখার দাবিতে কয়েক'শ দোকান মালিক ও কর্মচারিরা মানববন্ধ করেন। এ সময় তারা সরকারের কাছে লক ডাউনে সাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দোকান খোলা রাখার দাবি জানায়। এ ছাড়াও তারা বলেন,করোনার প্রথম ধাক্কার ক্ষতি তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি।অনেকেই ধার দেনা ও লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। এই মূহুর্তে দোকান বন্ধ রাখলে,ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো উপাই থাকবে না। পরিবার পরিজন নিয়ে পড়তে হবে বিপাকে। তাই তাদের দাবি মানবিক দিক বিবেচনা করে বেঁচে থাকার তাগিদে উন্মুক্ত করা হোক তাদের জীবিকা অর্জনের পথ। সাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে খোলার অনুমতি দেওয়া হোক তাদের দোকান।