আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ব্যবসায়ী প্রয়োজনে সাড়ে চার লাখ টাকা ধার দিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার এক নারী। টাকা ফেরত পাওয়া তো দূরের কথা,জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের চাউলের বডার এলাকা বাসিন্দা জেসমিন আক্তার এর সাথে।
অভিযুক্ত সোহাগ আলীর স্ত্রী মেরিনা খাতুন কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ২ নংওয়াডের (ইউপি) সদস্য হওয়ায় তার ক্ষমতাকে সামনে রেখে এ দাপট দেখাচ্ছেন স্বামী সোহাগ আলী,
উপায় না পেয়ে ভুক্তভোগী নারী জেসমিন আক্তার কুষ্টিয়া মডেল থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আমার বড় বোনের ছেলে সোহাগ দুইবছর আগে সে তার ব্যবসায়ী প্রয়োজনে সাড়ে চার লাখ টাকা ধার নিয়েছিল। দুইবছর পর সে আর আমাকে টাকা ফেরত দিচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে দিচ্ছেন হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া সোহাগ ও তার মেম্বার স্ত্রী মিলে আমার প্রায় ৫ কাঠা জমির কলা গাছ কেটে ফেলে।
তাই কোনো উপায় না পেয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। ন্যায় বিচারের জন্য থানায় হাজির হয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত সোহাগ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয় টা আইলচারা ইউনিয়ন চেয়ারম্যান দেখছে তাই আমি কোন কথা বলতে চাইনা
কুষ্টিয়া মডেল থানার (ওসি) শওকত কবির বলেন,থানায় অভিযোগটি পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply