কুষ্টিয়া মাদক ব্যবসায় বাধা দেওয়ার হামলা!! আহত ৪
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে এতে ৪ যুবক আহত হয়েছেন। গতকাল ২৫ জুন শহরের চর আমলা পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।
এজাহার সুত্রে জানাযায় স্থানীয় শরিফ(৩০), আরিফুল ইসলাম আরিফ(৩৮), তরিক (২৫) উভয় পিতা জিন্দার সরদার, সালাম(৩০), পিতা গোবিন্দ, সবুজ, সেন্টু, তাপস সহ স্থানীয় ১০/১২ জন অনেকদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় করে আসছিলো, যার কারনে স্থানীয় যুবক কিশোররা মাদকের সাথে জড়িয়ে পড়ছিলো, এছাড়া এই মাদকের কারনে এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যায়।
স্থানীয় আব্দুল করিম মিয়ার ছেলে উক্ত এজাহার এর বাদী বাপ্পী হাসান(৩৩) জানা ন উক্ত আসামিদের মাদক ব্যবসা নিষেধ করলেও উক্ত আসামিরা উল্ট ২৫ জুন বিকেল ৫ ঘটিকায় ১৭ হাত কালী মন্দিরের পাশে আমি সহ আমার ভাতিজা জয়, ভাই কটা এবং শ্যামল কে উক্ত আসামিরা লোহার রড, হকস্টিক,, চাপাতি দিয়ে আঘাত করে পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, পরে চিকিৎসা শেষে আমরা এখন বেড রেস্ট এ আছি।
এছাড়া ভুক্তভোগী বাপ্পি বলেন এলাকায় উঠতি বয়সে অনেকেই মাদকের সঙ্গে জরিয়ে পড়ে,
এটার বিপরীতে আমি তাদের বোঝাতে গেলে আমাকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এলাকার অনেকের দাবি এরা মাদক ব্যবসা এবং গড়াই নদীর চরের জায়গা দখল করে লুটেপুটে খাচ্ছে।
এবং বাসা বাড়িতে মেয়ে বাচ্চা নিয়ে খুব ভয়ে দিন কাটাচ্ছে এলাকা বাসী।
এলাকাতে জিল্লু এবং শরীফের অত্যাচারে অতিষ্ঠ আমলাপাড়া চরবাসী।
ইয়াবা ট্যাপেন্টা মত ব্যবসা করে আসছে বেশ কিছুদিন আগে একদল মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন আমাদের হাতে এরাই তুলে দিচ্ছে মাদক এবং শহরে উঠতি বয়সী ছেলেরা আমাদের এখান থেকে এসে মাদক নিয়ে যায়।
প্রতিপিস মাদকের ৪০ থেকে ৫০ টাকা লাভ পাঁয়তারা।