কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় মাদকে ছয়লাব
আবীর হাসান স্বাধীন স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া শহরের ২১ নং ওয়ার্ডের মোল্লাতেঘরিয়াতে বেশ কিছু যুবক মাদকের আস্তানা তৈরী করে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত চলে তাদের এই মাদকের অভয়ারণ্য । তাদের এই মাদকের অভয়ারন্যের স্থান হচ্ছে ২৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে, মোল্লাতেঘরিয়া ব্রিজের দুইপাশের ক্যানাল পাড়া, পূর্ব পাড়া, স্কুল পাড়া এবং বোর্ড ঘর সহ বিভিন্ন অলিগলিতে।
মাঝে মাঝে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ প্রশাসন অভিযান চালিয়ে মাদক সহ আসামি গ্রেফতার করলেও কোনভাবেই কমছে না এই মাদকের আকড়া। এলাকায় খোজ নিয়ে জানা গেছে স্থানীয় কিছু বড় ভাই এর সেলটারে চলছে এই মাদক ব্যবসা এবং সেবন করা। স্থানিয় কিছু প্রতিবাদি যুবক প্রতিবাদ করলে তাদের পড়তে হয়েছে নানা মুখি সমস্যাই। তাই কেউ সহজে মুখ খুলতে ইচ্ছা প্রকাশ করে না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান রাত যত গভীর হয় এই এলাকায় মাদকের আখড়া ততো জমে উঠে, মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও কোনভাবেই বন্ধ হচ্ছে না এই মাদকের কারবার, তাছাড়া আমরা যদি এই মাদকের বিরুদ্ধে কথা বলি তাহলে অনেক সময় আমাদের জেরার মুখে পড়তে হয় এবং আমাদের পরিবারের উপর হুমকিও আসে মাঝে মাঝে
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইসলাম শেখ সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এই এলাকায় মাদক ব্যবসা ও সেবন হয় সেটা আমিও জানি, তবে মাঝে মাঝে প্রশাসন তাদের গ্রেফতার করলেও ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে।
Leave a Reply