এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন সদ্য অবসরে যাওয়া মিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ কান্ত দেবনাথ। আজ(২/১০)শনিবার সকাল ১০টায় বাবু কৃষ্ণ কান্ত দেবনাথ কুড়িঘর উচ্চ বিদ্যালয়ে তার নতুন কর্মক্ষেত্রে যোগদান করেন।গত বছর ৪ই ডিসেম্বর প্রয়াত প্রধান শিক্ষক জনাব শহীদুল হক এর মৃত্যুর পর থেকে প্রায় দেড় বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শুন্য ছিল।মাঝের সময়টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রায়হানুল আলম ফারুক।বাবু কৃষ্ণ কান্ত দেবনাথ কুড়িঘর উচ্চ বিদ্যালয়ে যোগদান করলে তাকে ফুলের তোড়া নিয়ে স্বাগতম জানান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং উপজেলা আওয়ামিলীগের অন্যতম সদস্য মোঃ রফিকুল ইসলাম,পরিচালনা পর্ষদের সদস্য শরাফত আলী,সদস্য ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান,হারুনুর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রায়হানুল আলম ফারুক, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে বাবু কৃষ্ণ কান্ত দেবনাথ বলেন,বিদ্যালয়টিকে দ্রুত এমপিও ভুক্তি করার স্বপ্ন নিয়ে এখানে যোগদান করেছেন পাশাপাশি অতীতের ন্যায় বিদ্যালয়ের ফলাফলের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাবেন বলে তার অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য ২০১৪ সালে সময়ের দাবী নিয়ে কুড়িঘর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যতগুলো পাবলিক পরিক্ষায় অংশগ্রহণ করেছে সবগুলোতে শতভাগ পাশের মাধ্যমে ঈর্ষনীয় ফলাফল করে নবীনগর উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়।বর্তমানে বিদ্যালয়টি সরকারের শিক্ষামন্ত্রনালয়ের সকল নিয়ম অনুসরণ করে জুনিয়র ও মাধ্যমিকের পাঠদানের অনুমোদন পেয়ে একাডেমিক স্বীকৃতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এমপিও ভুক্তির জন্য অপেক্ষায় রয়েছে।