কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না,
গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে বললেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ঃ
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধি)ঃ
শনিবার( ২৬ ডিসেম্বর) জেলার পলাশ উপজেলায় গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন নরসিংদী জেলার জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং কার্যক্রম মনিটরিং কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পরিকল্পনা ও দিক নির্দেশনা মোতাবেক দেশের কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না। পর্যায়েক্রমে তা নিশ্চিত করা হবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে সকলকে এই আওতায় আনা হবে।
এসময় তিনি গৃহনির্মাণ কাজের সার্বিক বিষয়ে তদারকি ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসন নরসিংদী মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আশ্রয়ণের অধিকার বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে সার্থক করার লক্ষ্যে নরসিংদী জেলায় প্রথম ধাপে ২২১ টি গৃহনির্মাণের কাজ চলমান আছে এবং পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সরকারি উদ্যোগে ৫০০ ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করার কার্যক্রম চলমান রয়েছে । এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি ।
মাননীয় প্রধানমন্ত্রীকে এ অভূতপূর্ব উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের জন্য আশ্রয়ণ প্রকল্প একটি বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকী, গৃহনির্মাণ পরিদর্শন কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমুখ ।