কেক কেটে নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে “৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোহেল মিয়াঃ
দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাঁটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য- জনাব কয়ছর আহমদ চৌধুরী, মাস্টার মতক্কিন আলী, নূরুল আমিন, আওয়ামী লীগ নেতা-আব্দুল হক,ইব্রাহিম আলী,করম আলী, মাস্টার রফিকুল ইসলাম,মিজাজুল ইসলাম,আলমাছ আলী,ফখরুল ইসলাম,হাছন আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা- আবুল কালাম অনিক, যুবলীগ নেতা- মিলন হক,মাহফুজ রহমান, ইসমাইল আল সানি, বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা ছামির আলী,নোমান হক,অামির আলী,সালমান হোসেন,কবির আহমদ,ইমরান হক,রুবেল আহমদ,লিমন হক প্রমুখ। সবার সমন্বয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে আগামী কমিটি গুলো গঠনের জন্য সবাই বক্তব্যে তুলে ধরেছেন,পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্ত হয়।
Leave a Reply