সিলেট ব্যুরোঃ
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় এর দিকনির্দেশনায়
কোম্পানীগঞ্জ থানার মাদক বিরোধী অভিযানে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ২৪ ক্যান বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (৫ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার চামাইরাকান্দী গ্রামের দক্ষিণ পাশে আখাইকুড়ি হাওড়ের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- কোম্পানীগঞ্জের বতুমারা এলাকার আ. মন্নানের ছেলে মো. মহরম আলী (২৫), একই উপজেলার বতুমারা নোয়াগাও এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. আ. ছালাম (৩০) এবং বতুমারা এলাকার সমছু উদ্দিনের ছেলে কমর উদ্দিন (২৯)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।