কোম্পানীগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ–
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিকেলে উপজেলার পুটামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হারুন (৫৫)। তিনি উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুন ও প্রতিবেশী নুর উদ্দিনের মধ্যে ধান ক্রয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওই বিরোধের জের ধরে বুধবার বিকেলে উভয়পক্ষের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে হারুন গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply