1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ক্যান্সারে আক্রান্ত হাসিবুর রহমান সাব্বির এর জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
ad

ক্যান্সারে আক্রান্ত হাসিবুর রহমান সাব্বির এর জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৯৩ Time View

নিউজ ডেস্ক

বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ড উপজেলা সাস্থ কমপ্লেক্স এলাকার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র সন্তান মোঃ হাসিবুর রহমান সাব্বির (২২)। অধ্যায়নরত ৩য় বর্ষ ফিজিক্স ঢাকা কলেজ প্রায় ছয়মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন তিনি। পারিবারিক দিক থেকে আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ক্যান্সারের ব্যয়ভার বহন করতে অক্ষম তার পরিবার । উন্নত চিকিৎসার জন্য ভারতের তার আর্থিক সাহায্যের প্রয়োজন।

জানা গেছে, সাব্বিরের বাব একজন দিন মজুর সল্প আয় ও ধারদেনা করে এতদিন দুর্বহভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। বর্তমানে পরিবারের ব্যয়বহুল খরচের পাশাপাশি ছেলে এর চিকিৎসা চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল অভীজ্ঞ ডাক্তারা জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এই চিকিৎসার জন্য বিশ লাখ টাকার বেশি খরচ হবে। মোটা অঙ্কের হিসেবে অসহায় হয়ে পড়েছেন ক্যান্সারের মুমূর্ষু রোগীকে নিয়ে।

ডাক্তার বলেন, অসুস্থ সাব্বির চিন্তায় নিজের মেরুদণ্ড যেন অচল হয়ে পড়েছে। ডাক্তার যখন ক্যান্সারের খবর জানলেন তখন আমার পরিবারে যেন এক দুঃদশা নেমে এলো। “ক্যান্সার আমাদের মতো নিম্ন -মধ্যবিত্ত পরিবারের জন্য বিরাট ধাক্কা যা অসহ্যনীয়। কি করবো জমিজমা ও টাকা কিছুই নাই। কি করি, সেই দু:শ্চিন্তা। পরে আছি। এসব কথা বলতে গিয়ে গলা বুঁজে গিয়েছিলো এই মানুষটির। তিনি আরও বলেছেন, ছেলের ক্যান্সার হওয়ার পর থেকে তার পরিবারের সব কিছুই যেন থমকে গেছে। নিরুপায় অবস্থায় ছেলেকে বাঁচাতে সকলের সহযোগিতা চাই।

মুমূর্ষু ক্যান্সারে আক্রান্ত সাব্বির (২২) বলেন, অশ্রুসিক্ত কন্ঠে আমি বাঁচতে চাই! মা- বাব পরিবারের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে চাই। আমি মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে নিঃস্ব পরিবারের বোঝা। আমার চিকিৎসার খরচ বহন করার মতো অবস্থা নেই। নিরুপায় হয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি ।

আপনাদের সহযোগিতায় সাব্বির ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুস্থ সুন্দর ও সুখের জীবন। দুস্থ মানবতার পাশে এসে দাঁড়ানো এবং ব্যথিত জনের দুঃখ, কষ্ট হাহাকার দূর করে মুখে হাসি ফোটানোই হলো মহৎ হৃদয়বান মানুষের কাজ। তাই অন্যের জীবন বাঁচাতে মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

যোগাযোগ /বিকাশ- নম্বর: 01727290405

1081050062099
ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট ,, শান্তি নগর শাখা।।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি