নিজস্ব প্রতিবেদক।।
ক্রয়কৃত জমি ভরাটে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগরীর ২৮ নং ওয়ার্ড মহানগর সংলগ্ন ক্রয়কৃত জমিতে গতকাল শুক্রবার রাতে বালু ভরাটের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম সংবাদকর্মীদের জানান, আমার ক্রয়কৃত জমিতে আমি প্লট নির্মানের উদ্দেশ্যে বালু ফালানোর কাজ শুরু করি। বালু ফেলে আমরা চলে আসার পরে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের লোকজন নিয়ে আমার ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা করে। উক্ত জায়গা তার নিজ জমি বলিয়া দাবি করে যাহা সম্পুর্ন ভিত্তিহীন এবং ঘটনাস্থলে সবাদকর্মীরা গেলে তাদেরকে জানায়, আমি রাজনৈতিক ব্যক্তি মনজুর নাম ভাঙিয়ে জমি জবর দখল নেওয়ার চেষ্টা করি যা আদৌ সঠিক নয়। জমির সঠিক কাগজের বলে আমি কাজ শুরু করি।
সওকত হোসেন জানান, আমার বাপ-দাদার সম্পত্তি বিগত দিনে খান মামুনের লোক জবরদখল দিয়ে বিক্রি করে এবং আমাদের জমির কাছে আসতে বাঁধা দেয়। এখন আমার প্রাপ্য বুঝে নিতে চাই।
বিএনপি নেতা মনজু জানান, এ বিষয় আমি কিছুই জানিনা। আমাকে সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের কাছে আমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাহা সঠিক নয়।
Leave a Reply