নিজস্ব প্রতিবেদক।।
ক্রয়কৃত জমি ভরাটে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নগরীর ২৮ নং ওয়ার্ড মহানগর সংলগ্ন ক্রয়কৃত জমিতে গতকাল শুক্রবার রাতে বালু ভরাটের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ক্রয়কৃত জমির মালিক ব্যবসায়ী মাসুম সংবাদকর্মীদের জানান, আমার ক্রয়কৃত জমিতে আমি প্লট নির্মানের উদ্দেশ্যে বালু ফালানোর কাজ শুরু করি।
বালু ফেলে আমরা চলে আসার পরে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের লোকজন নিয়ে আমার ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা করে।
উক্ত জায়গা তার নিজ জমি বলিয়া দাবি করে যাহা সম্পুর্ন ভিত্তিহীন এবং ঘটনাস্থলে সংবাদকর্মীরা গেলে তাদেরকে জানায়, আমি রাজনৈতিক ব্যক্তি মনজু, মাহফুজুর রহমান, জসিম খান, এর নাম ভাঙিয়ে জমি জবর দখল নেওয়ার চেষ্টা করি যা আদৌ সঠিক নয়। জমির সঠিক কাগজের বলে আমি কাজ শুরু করি।
সওকত হোসেন জানান, আমার বাপ-দাদার সম্পত্তি বিগত দিনে খান মামুনের লোক জবরদখল দিয়ে আমাদের জমির কাছে আসতে বাঁধা দেয়।এখন মনজু, জসিম খান, মাহফুজুর রহমান এর লোকজন নিয়ে এখন জমি দখল দিতে চায় কিন্তু আমার প্রাপ্য বুঝে নিতে চাই।
বিএনপি নেতা মাহফুজুর রহমান জানান,
রাজনৈতিক অংগনের কিছু ব্যাক্তির নিজ স্বার্থ হাসিলের জন্য আমাদের ফাসানোর চেষ্টা করছে।
বিএনপি নেতা জসিম খান জানান, আমাদের বিষয়ে সকল অভিযোগ বানোয়াট এবং ভিত্তিহীন। এ সকল অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।
বিএনপি নেতা মশিউর রহমান মনজু জানান, এ বিষয় আমি কিছুই জানিনা। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের কাছে আমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাহা সঠিক নয়।
Leave a Reply