মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের অন্ধ রুহল মোল্লার বসতবাড়ি ৩টি ঘর সহ নগদ দুইলক্ষ টাকা গত(১৫ই এপ্রিল)শনিবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে তিনি অন্যের ঘরে রাত যাপন করছেন।
এমতাবস্থায় তিনি এখন নিঃস্ব হয়ে বিশেষ করে তার গ্রামবাসী বিদেশ প্রবাসী সহ এলাকার সকলের সহযোগিতায় আপাতত তার ঘরে মাথা গোজার ঠাঁই করিয়ে দেওয়ার পরিবেশটা অশ্রু জলে আশা প্রকাশ করছেন ।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল হাদী শামীম, মিডিয়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সজল বিশ্বাস সরোজমিন ঘুরে অসহায় অন্ধ রুহুল মোল্লাকে চাউল, ডাউল,তেল,চিনি,সেমাই,লবন,সাবান,শ্যাম্পু,আলু,মরিচ, পেঁয়াজ, কিচমিচ প্রদান করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ।
মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল হাদী শামীম বলেন, দল মত নির্বিশেষে এ অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটার পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য এবং তার মাথাগোজার মতো একটু ঘর এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো কিছু ব্যবস্হা করা উচিৎ। সমাজের বিত্তবানদের তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান।