মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দর বন লায়ন্স ক্লাবের সহযোগিতায় কয়রার করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষে ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় সুন্দরবন লায়ন্স ক্লাবের খুলনার কার্যালয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নিকট অক্সিজেন সিলিন্ডার তুলে দেন লায়ন্স ডিস্ট্রিক ৩১৫এ১ এর এল.সি.আই জোন কোর্ডিনেটর লায়ন এম এ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা সাগর হোসেন সৈকত, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম,আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান (আশিক), লায়ন্স রিজিওনাল চেয়ারপারসন লায়ন শামীমা সুলতানা শিলু, সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন লায়ন দিলারা নাসরীন দিলা, ক্লাবের সেক্রেটারি লায়ন আসমা সিরাজী মিমি,জয়েন্ট সেক্রেটারি লায়ন রুপা বিশ্বাস,লায়ন আনোয়ারা পারভীন,লায়ন মুক্তা জামান রাখি, লায়ন পিয়া,লায়ন শাহীন প্রমুখ। এ ছাড়া উক্ত সংগঠনের উদ্যোগে কয়রায় বাঘে ধরা পরিবারের সদস্যদের আর্থিক স্বচ্ছলতার জন্য ৪ টি সেলাই মেশিন প্রদান করা হয়।