কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল ও তার ভাই তিন বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ নাছের আলী মোড়লের মুক্তির দাবীতে মানবন্ধন করেছে ইউনিয়নের বিপুল সংখ্যক জনসাধারন। গত সোমবার বিকাল ৫ টায় স্থানীয় ঘড়িলাল বাজার মোড়ে মানববন্ধনে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যসহ ইউনিয়নের শত শত নারী ও পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে জানানো হয় ২০১৪ সালে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের আটককে কেন্দ্র করে পুলিশের উপর হামলা চালানো হয়। এ সময় এক পুলিশ ঘটনাস্থলে নিহতের ঘটনায় ঐ সময় স্থানীয় জামায়াত ও বিএপি নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের একটি পক্ষের ষড়যন্তে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নাছের আলী এবং তার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান আছের আলীকে জড়িয়ে পুলিশ রিপোর্ট দাখিল করেন। সম্প্রতি ঐ মামলায় আওয়ামীলীগ নেতা নাছের আলী ও তার ভাই ইউপি চেয়ারম্যান আছের আলী আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত দু’ভাইকে জেল হাজতে প্রেরন করেন। এ ঘটনায় দক্ষিণ বেদকাশি ইউনিয়নে চেয়ারম্যান আছের আলী ও তার ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবীতে সোমবার মানববন্ধন পালন করেন। মানববন্ধনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার কয়রা সদরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ অনশন ধর্মঘট পালন করা হবে। এ সময় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমরেশ সরকার, ইউপি সদস্য মাসুদ রানা, আবু বকর সিদ্দিক, তন্ময় সরকার, মহিলা মেম্বর বিথিকা রানী ,রেহানা খাতুন, যুবলীগ নেতা গাজী কবিরুল আলম প্রমুখ।