কয়রায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করেছেন এমপি বাবু
মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলার কারনে লকডাউনে এলাকার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি গতকাল রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরনকালে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী করোনার মত মহামারী দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। সে জন্য দলের সকল সহযোগী সংগঠনসহ আওয়ামীলীগ নেতাকর্মিদের কৃষকদের ধানকাটা কাজে সহযোগিতা করার পাশাপাশি অসহায় মানুষদের খেঁাজ খবর নিতে হবে। তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগনের সেবা করা. মানুষের বিপদে আপদে জনগনের পাশে থাকা। আমি ঠিক তাই করছি। আমি কয়রা পাইকগাছার অসহায় মানুসের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। তিনি সরকারের পাশপাশি দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগ আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আওয়মীলীগ নেতা খায়রুল আলম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আঃ সামাদ গাজী, শাহনেওয়াজ শিকারী, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হাক বাদল, তরিকুল ইসলাম ডালিম, শ্রমীকলীগের সভাপতি জিএম আঃ হালিম, সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম, প্রজন্মলীগ সাধারণ সম্পাদক শামীম রেজা, শ্রমীকলীগ নেতা আছাফুর রহমান, রোকনুজ্জামান, অমিত মন্ডল, পলাশ, লিটন প্রমুখ।