কয়রায় পুকুরের মালিককে মারপিঠ
করে মাছ লুট করে নেওয়ার অভিযোগ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার বঁাশখলী গ্রামের সুমন রায়দের ভোগদখলীয় পুকুরের মাছ লুঠ করে নিয়েছে একই এলাকার হিমাংশু রায় গংরা। এ সময় মাছ ধরতে বাঁধা দেওয়ায় পুকুরের মালিক সুমন রায়কে মারপিঠ করে আহত করেছে প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সুমন রায়। অভিযোগের বিবরনে জানা গেছে,উপজেলার বাঁশখালী গ্রামের শ্যামপদ রায়দের বিনিময়ে সুত্রে পাওয়া প্রায় ৩৫/৪০ বছর ধরে ভোগদখলীয় একটি মাছের পুকুর দখল করে নেওয়ার পায়তারা চালায় একই এলাকার প্রতিবেশি হিমাংশু রায় গংরা। তারই সুবাধে সুযোগ বুঝে গতকাল ৮ মে ভোরে হিমাংশু রায়ের নেতৃত্বে ৮/১০ লোক শ্যামপদ রায়দের পুকুরের রুই, কাতলা সহ অন্যান্য মাছ জবরদখল করে লুঠ করতে থাকে। বিষয়টি জানতে পেরে শ্যামপদ রায়ের পুত্র সুমন রায় বাধা দিলে তাকে বেধড়ক মারপিঠ করে পুকুরে থাকা আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসি আহত অবস্থায় সুমন রায়কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে সুমন রায় বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ কয়রা থানায়অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Leave a Reply