কয়রায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন
মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় সাতদিনের লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। সকাল থেকে উপজেলা সদরে মানুষের যাতায়াত অন্যদিনের চেয়ে খুবই কম ছিল। লকডাউন চলাকালে জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সব ধরনের বাধা নিষেধ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশি টহল জোরদার ছিলো চোখে পড়ার মতো। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২২ জুন থেকে কয়রা শুরু হওয়া লকডাউন আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। উপজেলার মোড়ে মোড়ে পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। কয়রা থানার অফিসার মোঃ রবিউল হোসেন বলেন, কয়রায় লকডাউন চলাকালিন সময় মানুষ প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বাহির না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, প্রশাসন তৎপর রয়েছে। সরকারি নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।