লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব এর পর থেকে লকডাউনের কারণে সাধারণ মানুষের জীবন যাত্রার মান অনেক কষ্টকর হয়ে উঠেছে। বিভিন্ন পেশার মানুষের জন্য দৈনন্দিন জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে। এই লকডাউন এর ফলে মানুষের কষ্টের পরিমাণ আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন লংগদু,জোন।করোনা মহামারীর প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে সাধারণ জনগণের মাঝে সচেতনতা গড়ে তোলা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সচেতনতামূলক প্রচার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, গাড়ি জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক স্প্রে প্রদান, গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ জীবাণুমুক্তকরণ, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি উল্লেখযোগ্য।
এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ০৯ জুলাই ২০২১ইং (শুক্রবার) তারিখে মাইনীমূখ লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি নামক এলাকায় শতাধিক পরিবারের মাঝে বিশেষ সহায়তা ত্রাণ সামগ্রী তুলে দেন।
যার মধ্যে ছিল-
চাউল,
ডাউল, তৈল ,আলু, পিয়াজ,
চিনি এবং লবণ।
এটি করোনা মহামারীর মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লংগদু সেনা জোনের ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। ভবিষ্যতেও লংগদু সেনা জোনের এরূপ কার্যক্রম চলমান থাকবে। লংগদু সেনা জোন কর্তৃক এ ধরনের কার্যক্রম গ্রহণের ফলে সাধারণ মানুষ জোনের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধিত হচ্ছে।
Leave a Reply