মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ
"ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব-ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও করিগরি সহযোগিতায় সমকাল সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীরে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ বা অন্য কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্যোগ সচল করতে, তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ সম্প্রসারণ করতে এবং অনানুষ্ঠানিক খাতে (ওস্তাদ-সাগরেদ মডেলে) বেকার তরুণদের প্রশিক্ষণ প্রদানের জন্য শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে ৮ অক্টোবর'২০২৫ (বুধবার) বেসরকারি উন্নয়ন সংস্থা সমকাল সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে “কমিউনিটি আউটরিচ সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ সরকার, নির্বাহী পরিচালক, সমকাল সমাজ উন্নয়ন সংস্থা। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার তরুণ জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের মধ্য দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করার আহবান জানান। প্রশিক্ষণ শেষে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ শুরুর জন্য সহজ শর্তে ঋণ দানের আশ্বাস প্রদান করেন। রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ সম্রাট আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক, খালাশপীর, সমকাল সমাজ উন্নয়ন সংস্থা। মোঃ মহিদুল ইসলাম, কেইস ম্যানেজমেন্ট অফিসার ও মোছাঃ বিউটি আক্তার, এ্যাকাউন্টস অফিসার, রেইজ প্রকল্প সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ
সভায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দেড় শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষানবিশ, স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা কমিউনিটি আউটরিচ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আগামীতে যে সকল তরুণ উদ্যোক্তা রেইজ প্রকল্প হতে ঋণ সহায়তা গ্রহণ করবেন এবং যে সকল তরুণ-তরুণী শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে আগ্রহী আউটরিচ সভার মাধ্যমে তাদের বাছাইকার্য সম্পন্ন করা হয়।
চলতি অর্থবছরের ১ম ব্যাচে ১৭৫ জন গুরু/ওস্তাদের মাধ্যমে ৩৫০ জন শিষ্য/সাগরেদ-কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্ব-কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা হবে বলে সংস্থার পক্ষ হতে জানানো হয়।