শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার প্রতাপকাটী এলাকার রাস্তার দু’পাশের ড্রেনে মাটি ভরাট ও কয়েকটি কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণসহ নানাভাবে দখলে নেয়ায় চলতি বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়েছে সেখানকার অন্তত ৩ শতাধিক পরিবার।
এছাড়া বর্ষার পানি নিষ্কাশিত হতে না পেরে ঐএলাকার কয়েকটি কবরস্থান, ফলদ বাগান পানির নিচে তলিয়ে গেছে। ভেঙ্গে পড়েছে মাটির ঘর। ইতোমধ্যে সেখানে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও শুরু হয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।
উপজেলার রামচন্দ্র মৌজার প্রতাপকাটি গ্রামের উত্তর পাড়ার অধিকাংশরাই দরিদ্র। কৃত্রিম জলাবদ্ধতায় সেখানকার জনজীবন রীতিমত দূর্বিসহ হয়ে উঠেছে বলেও জানানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের বাড়ির উঠানে ও রাস্তায় পানি উঠে গেছে। একাধিক মাটির ঘর ধ্বসে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েকটি কবর স্থান। পানি না সরায় অনেকে বাড়ি থেকে বের হতে পর্যন্ত পারছেননা। কৃত্রিম জলাবদ্ধতায় দূর্বিসহ জীবন-যাপনের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় কেউ মারা গেলে কবর দেওয়ারও জায়গা নেই বলে জানান কেউ কেউ।
স্থানীয়রা জানান, বছর তিনেক আগেও রাস্তার দু’পাশ দিয়ে ড্রেন ছিল। বর্ষা মৌসুমে ড্রেনগুলো দিয়েই বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশিত হত। তবে বর্তমানে ড্রেনের উপর মাটিভরাট করে দখল নেয়া হয়েছে। কেউবা আবার ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে দখলে নিয়েছেন। ইতোমধ্যে এ এলাকার কয়েকটি কালভার্টের মুখেও মাটি ভরাট করে দেওয়া হয়েছে।
ভূক্তভোগী এলাকাবাসী ড্রেন ও কালভার্টগুলোর সামনে থেকে মাটি সরিয়ে ড্রেনের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।