খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার ডুমুরিয়ায় দুই লাখ টাকা মুল্যের পুশকৃত ২৮০ কেজি হিমায়িত চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয়। এঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ জন ব্যবসায়ীর ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকালে আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের আধামানিক এলাকায় স্বপন মন্ডলের ডিপোতে অভিযান চালিয়ে হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়ি অপদ্রব জেলি পুশ করার অপরাধের ২৮০ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। যার আনুমানিক মুল্য ২ লাখ ৫ হাজার টাকা।
এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অসাধু ব্যবসায়ী দিলীপ মন্ডল, পরিতোষ মন্ডল, কুমারেশ মন্ডল ও অতুল কৃষ্ণ মন্ডল এ চারজন ব্যবসায়ীকে১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ডুমুরিয়া থানা পুলিশ।