খুলনার পাইকগাছায় খড়ের গাদায় ডুকরে ডুকরে কাঁদছে মানবতা শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
পাইকগাছায় মানবতা খড়ের গাদায় ডুকরে ডুকরে কাঁদছে। দীর্ঘ ১২/১৪ বছরেও মানবতায় বন্ধি পাগল আব্দুল গফুর (৫০) ও তার বৃদ্ধা মায়ের খোঁজ
নেয়নি কেউ। উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের একটি খড়ের গাদার নীচে রোদ, ঝড়-বৃষ্টি ও গ্রীষ্মের সাথে জীবন যাপন করছে। বৃদ্ধা ৭০ বছরের মায়ের ভিক্ষার অর্জিত চাল, ডাল, অর্থ দিয়ে চলে তাদের মানবতের সংসার। জায়গা-জমি, সম্পদ-সম্পত্তি কিছু না থাকায় পাগল গফুর ও তার মা ফকিরাবাদের একটি অরক্ষিত জায়গায় মাচান করে ধানের খড় জোগাড় করে খড়ের নিচে তাদের জীবন-যাপন। স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২/১৪ বছর ধরে এখানে একইভাবে অবস্থান করছে। লোকজনের কাছ থেকে পাওয়া ভিক্ষার টাকা দিয়েই চলছে তাদের জীবন যাত্রা। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, ওখানে ওরা বসবাস করছে। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এ ধরণের কোন ব্যক্তি বর্তমান সময়ে থাকতে পারে সেটা অবাক হওয়ার মত। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply