খুলনার পাইকগাছায় চিংড়িতে পুশ ৪ চিংড়ী ফড়িয়াকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় চিংড়িতে পুশের অভিযোগে ৪ চিংড়ি ফড়িয়াকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাছ ও পুশের সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক এ ভ্রাম্যমান আাদলত পরিচালনা করেন। এ সময় উপস্থত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ও পাইকগাছা থানার উপপরিদর্শক স্বপন রায়। উপজেলা সিনিয়র কর্মকর্তা পবিত্র কুমার দাশ বলেন, কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান নামক স্থানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে (ডিপো) বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা কালে ৪ জনকে ১৫ কেজি বাগদাসহ আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে নিত্যরঞ্জন মন্ডলকে ১০ হাজার, প্রজিৎ মন্ডলকে ৫ হাজার, পলাশ বৈদ্যকে ১ হাজার ও গৌরঙ্গ গোলদারকে ৫’শ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ পুড়িয়ে নষ্ঠ করা হয়েছে।
Leave a Reply